• আপডেট টাইম : 09/03/2022 03:03 AM
  • 399 বার পঠিত
  • শফিউল আলম
  • sramikawaz.com

আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে গাজীপুরের চান্দনা, চোরাস্তা এলাকায় ভাওয়াল কলেজের সামনে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন নারী পরিষদ গাজীপুর মহানগর কমিটির আয়োজনে নারী সমাবেশ ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিমা আক্তার রেনু, সভাপতি, নারী পরিষদ গাজীপুর মহানগর,এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,শফিকুল ইসলাম শামীম, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি,শফিউল আলম, এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক, সেলিনা আক্তার,নারী বিষয়ক সম্পাদক সুলতানা বেগম, ক্রিরা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইচহাক খান,বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি,শাহদত হোসেন,শ্রমিক নেতা দুলাল মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরন,নারীর ক্ষমতায়নের সমতা, উন্নয়নের মূলধারায় নারীদের অংশগ্রহণ, নারী-পুরুষ সম অধিকার নিশ্চিত, পোশাক শিল্পে নারী শ্রমিকদের প্রসূতিকালীন সময়ে পূর্ণ মজুরিতে ছয় মাসের ছুটি নির্ধারণ,আন্তর্জাতিক শ্রম আইনের সাথে সমন্বয় করে নারী শ্রমিকদের কর্মঘন্টা বাস্তবায়ন করার দাবি জানান তুললেন বক্তারা। বক্তারা অভিযোগ তুলেন অধিকাংশ পোশাকশিল্পে নারী শ্রমিকদের নির্ধারিত কর্মঘন্টার চেয়ে অতিরিক্ত কাজ করাচ্ছেন মালিকরা, সরকারী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরব ভূমিকা , এদেশের নারী-পরুষের সম্মিলিত প্রচেষ্টায় ছাড়া ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে না।

উল্লেখ্য, নারী দিবস উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা। সেই মিছিলে চলে সরকারের লাঠিয়াল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে অধিকাংশ পোশাক শিল্পের মালিকরা এই অতিরিক্ত নির্ধারিত কর্মঘন্টার চেয়ে অতিরিক্ত সময় রাত্রিকালীন নারী শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন।

বাংলাদেশেও ১৯৭১ সালে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। এরপর ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...