• আপডেট টাইম : 26/02/2022 11:52 PM
  • 354 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পিলখানা হত্যাকান্ডে তদন্তে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে। ঘটনার দিন তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দাফায় দফায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছিল। তারেক রহমানের কথায় বেগম খালেদা জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল মাঠে মুজিব শতবর্ষ ও ¯^াধীনতার সুবর্ণজয়ন্তী উপলেক্ষে আয়োজিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
হানিফ বলেন ‘পিলখানা হত্যার ঘটনার নেপথ্যে কারা সেটা বের করতে হবে’ বিএনপির এমন দাবীর সাথে আমরাও একমত আমরাও চাই এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটা বের হোক।
বিএনপি’র আন্দোলন কর্মসূচী প্রসঙ্গে হানিফ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি’র আন্দোলন ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ। তাদের আন্দোলনে জনগনের কোন সম্পৃক্ততা নেই। তাই এনিয়ে আওয়মী লীগ সরকার ভাবে না। তবে আন্দোলনের নামে কোন নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি। ইউক্রেন ইস্যূতে বাংলাদেশের অবস্থানের কথাও উল্লেখ করেন হানিফ।
এসময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. ক. ম. সারোয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাবাডি প্রতিযোগিতায় জেলার ৭টি কাবাডি দল অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...