• আপডেট টাইম : 15/07/2021 03:01 PM
  • 623 বার পঠিত
  • কাজী রুহুল আমিন
  • sramikawaz.com

শ্রম আইন অনুযায়ী ৮ জুলাইয়ের মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করার কথা, মন্ত্রী এম.পি আমলা সবাই আরও এক সপ্তাহ আগেই বোনাস পেয়েছেন। অথচ মালিকদেরকে ১৯ তারিখ সময় দেওয়ায় ঈদের আগে বেতন-বোনাস না দিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে।

মালিকদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী এহেন ঘোষণার ফলে শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে যা এই শিল্পের জন্য মোটেই শুভকর নয়। এই ঘোষণা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, বেতন-বোনাস পরিশোধ না করলে শ্রমিকরা আন্দোলন করে যাতে আদায় করতে না পারে মালিকদের স্বার্থের এই অশুভ উদ্দেশ্যে হাসিলের জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। ​বিধায় শ্রম প্রতিমন্ত্রী কতৃক মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী নিন্দনীয় এই ঘোষণার তোয়াক্কা না করে লড়াইয়ের মাধ্যমে বেতন বোনাস-আদায় করা হবে

কাজী রুহুল আমিন : কার্যকরি সভাপতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...