• আপডেট টাইম : 12/12/2020 09:20 PM
  • 480 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সন্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বিক্ষোভ সমাবেশ করেছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে এই প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবীর বিন আনোয়ার, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা জজ অরূপ কুমার গো¯^ামী, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ও গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আরিফুর ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপরদিকে একই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। দৌলতপুর উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ প্রতিবাদ সভা সমাবেশের আয়োজন করে।
ছবি : প্রতিবাদ সমাবেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...