• আপডেট টাইম : 10/12/2020 08:59 PM
  • 551 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ  পক্ষে  বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবাদান রাখায় ৫জন নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।
দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন অক্তার। বক্তব্য রাখেন, সহকারী কল্যান কর্মকর্তা শরিফা খাতুন ও দৌলতপুর উপজেলা ব্সাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার।  কুমার  বক্তব্য রাখেন, দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, দৌলতপুর ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর সমাজ সেবা কর্মকর্তা মো. ছানোয়ার আলী ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান। আলোচনা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোছা. জান্নাতুল, শি¶া ও চাকুরী ¶েত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. নাহিদা আক্তার, সফল জননী নারী মোছা. হামিদা বেগম, নির্যাতনে বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মোছা. জরিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখা নারী মোছা. সেলিনা খাতুন কে শ্রেষ্ঠ জয়িতা-২০২০ এর সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...