• আপডেট টাইম : 31/10/2020 03:23 PM
  • 511 বার পঠিত
চেতনা ফিরেই বাবার কথা জানতে চায় জাহিদুল
  • 1
  • sramikawaz.com

শরীয়তপুর সদরের ৬৪ নম্বর চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম (৮)। তার বাবা সায়েদ ব্যাপারী গ্যাসবেলুন বিক্রেতা। করোনার কারণে জাহিদুলের স্কুল বন্ধ। তাই বাবার সঙ্গে বেলুন বিক্রির জন্য বিভিন্ন স্থানে যায় সে।

শুক্রবার বিকেলে সদরের ডোসসার এলাকার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেখানে বেলুন বিক্রি করতে আসেন সায়েদ ব্যাপারী। সঙ্গে নিয়ে আসেন ছেলে জাহিদুলকে। বেলুনে গ্যাস ভরার সময় আকস্মিকভাবে সিলিন্ডার বিস্ফোরণে সায়েদের মৃত্যু হয়। এতে আহত হয়েছে ছেলে জাহিদুল ও সিয়াম নামের পাঁচ বছরের আরেক শিশু। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে নেওয়া হয় ঢাকায়। আর জাহিদুলকে ভর্তি করা হয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে।

বিস্ফোরণে জাহিদুলের দুই পা ও বুক ঝলসে গেছে। ছোট শরীরের অধিকাংশ অংশই ব্যান্ডেজে মোড়ানো। যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের শয্যায়। অচেতন জাহিদুল চেতনা ফিরে পেয়েই বাবার কথা জানতে চায়। তবে পরিবারের সদস্যরা এখনো তাকে বাবার মৃত্যুর খবর জানাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...