• আপডেট টাইম : 31/07/2025 07:41 PM
  • 80 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে পারফরমেন্স বেজডগ্রান্টসফর সেকেন্ডারিইন্সটিটিউশনসস্কিম(এসইডিপি) এরপুরস্কার বিতরণঅনুষ্ঠিতহয়েছে। ৩১জুলাইবৃহস্পতিবার(৩১ জুলাই) বেলাসাড়ে ১১টায় উপজেলাপরিষদ মিলনায়তনেএ পুরস্কার বিতরণঅনুষ্ঠিতহয়।

জেলাশিক্ষাঅফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুসআলীরসভাপতিত্বে পুরস্কার বিতরণঅনুষ্ঠানেপ্রধানঅতিথি ছিলেন, দৌলতপুরউপজেলানির্বাহীঅফিসারমো.আব্দুলহাইসিদ্দিকী।
অনুষ্ঠানেউপস্থিত ছিলেন, জেলাশিক্ষাঅফিসেরসহকারীপরিদর্শকছাবিনাইয়াছমিন, উপজেলামাধ্যমিকশিক্ষাঅফিসারমো.ফারুকআহমেদ, একাডেমিকসুপারভাইজারকামালহোসেন ও দৌলতখালীবাইতুননুরআলিমমাদ্রাসারউপাধ্যক্ষএবংউপজেলাজামায়াতেরআমীরমাওলানা মো. বেলালউদ্দিন।

পুরস্কার বিতরণঅনুষ্ঠানেঅতিথিবৃন্দ তাদের বক্তব্যেবলেন, মেধারবিকাশঘটিয়েছাত্ররা যে পুরষ্কার পাচ্ছেতাআগামীদিনেতাদের শিক্ষাক্ষেত্রেআরোউৎসাহ যোগাবে। পাশাপাশিশিক্ষারমানউন্নয়ন ও প্রতিষ্ঠানেরকার্যকারিতাবৃদ্ধির লেক্ষ্যপারফরমেন্স বেজটঅনুদান গুরুত্বপূর্ণ ভূমিকারাখবে। এধরণেরপুরস্কার অনুপ্রেরণামূলক উদ্যোগশিক্ষাকদের দায়িত্বশীলতা ও শি ক্ষ্ষর্থীদেরপাঠদানেমনোযোগআরওবৃদ্ধি পাবেবলেতারাআশাপ্রকাশকরেন। শেষে কৃতিশিক্ষার্থীদেরহাতেপুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

দৌলতপুরউপজেলামাধ্যমিকশিক্ষাঅফিস ও জেলাশিক্ষাঅফিসেরআয়োজনেশিক্ষামন্ত্রণালয়েরঅধীনেমাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তরেরপারফরমেন্স বেজডগ্রান্টস ফর
কেন্ডারিইন্সটিটিউশনসস্কিম(এসইডিপি) এর২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০ জন কৃতিশিক্ষার্থীকে এ পুরষ্কার দেওয়াহয়।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...