• আপডেট টাইম : 20/01/2025 08:07 PM
  • 169 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেছেন আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। সোমবার ২০ জানুয়ারিদুপুর থেকে বিকেল পর্যন্ত তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখেন।

 

বিকেলে মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দেন। অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানজটের সৃষ্টি হয়। এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিলেন আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষের সঙ্গে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদের নিয়ে আরএন টেক্সটাইল লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সিনিয়র এএসপি সাদিক রহমান, মালিকপক্ষ, শ্রমিক নেতা নাঈম খান বিপ্লব এবং আন্দোলনকারী শ্রমিকরা।

 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছেন। কাল থেকে কাজে যোগ দেবেন।

সুত্র .ঢাকা পোস্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...