• আপডেট টাইম : 13/07/2025 01:02 PM
  • 401 বার পঠিত
  • কাজী রুহুল আমিন
  • sramikawaz.com

নৃশংসতম হত্যাকান্ডের পর রিদয়ের মরদেহ কোনাবাড়ীতে আনতে দেয়নি রাষ্ট্রের বিভিন্ন বাহিনী। অতীতেও এমনটি করেছে।

চলতি বছরেই বকেয়া মজুরির আন্দোলনের সময় শ্রম ভবনের সামনে মৃত্যূবরন করেছিলেন স্টাইল ক্রাফটের শ্রমিক রাম প্রসাদ সিং। তার মরদেহটি শ্রম ভবনে আন্দোলন অবস্থানরত শ্রমিকদের মাঝে আনতে দেওয়া হয়নি। প্রিয় সহকর্মীর মরদেহ দেখতে দেওয়া হয়নি তখনো।

গ্রীনল্যান্ডের মালিক পক্ষের নির্দেশে হত্যা করার ভিডিও প্রচার হওয়ার পরেও তাদের গ্রেফতার করা হয়নি। এমনকি তাদেরকে মামলার আসামী করা হয়নি। যার ফলে জনমনে প্রশ্ন তাহলে কি এবারও শ্রমিক হত্যার বিচার হবনা? হ্যা এযাবৎ কালের কোন শ্রমিক হত্যারই বিচার হয়নি।

রানাপ্লাজা হত্যাকান্ডের ১২ বছর পেরিয়ে গেছে অথচ এখনো তার বিচার কাজ সম্পন্ন করা হয়নি।

শুধু রানাপ্লাজা নয় তাজরিন ফ্যাশন, স্পেকট্রাম, কেটিএস, চৌধুরী নিটওয়্যার, শান নিটিং, হামীম, গরীব  এন্ড গরীব, মাইকো সোয়েটার, সারাকা গার্মেন্ট এবং সেজান জুস সহ অর্ধ শতাধিক কারখানার হাজার হাজার শ্রমিক হত্যার বিচার আজও হয়নি। বিচারহীনতা কি হত্যাকান্ডকে উৎসাহিত করে না! হত্যাকান্ডের বিচার না হওয়া একটা গুরুতর সংকট। আরেকদিকে বিশেষভাবে লক্ষনীয় যে, রাজনীতিতে দুর্বৃত্তায়নের ফলে আদর্শ, চেতনা, অনুভূতি ধ্বংস হয়ে গেছে।

ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোও যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। একদিকে রাজনৈতিক সংকট ও বিচ্যূতি, আরেকদিকে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর বিচ্যূতি দিন দিন বেড়েই চলছে।

উৎপাদন ব্যবস্থা, উৎপাদন যন্ত্র এবং কাঠামোগত পরিবর্তনের ফলে ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক শ্রেণির অগ্রগতির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ধ্বংস করতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন কায়দায় পুঁজি বিনিয়োগ করেছে। সুবিধাবাদ ও ব্যক্তিকেন্দ্রিকতা এমন পরিস্থিতির তৈরী করেছে যে, শতাধিক গার্মেন্ট সেক্টরে শতাধীক ফেডারেশন থাকা সত্ত্বেও শ্রমিককে পিটিয়ে হত্যার পর মাত্র দুটি সংগঠন প্রতিবাদ করে আন্দোলনে নামলেও আর কোন সংগঠন প্রতিবাদ পর্যন্ত করেনি। গ্রীনল্যান্ডের শ্রমিক হৃদয় হত্যার পরেও যারা নিরব তাদেরকি শ্রমিক সংগঠন করার নৈতিক অধিকার আদৌ আছে!

এমনি নানান পরিস্তিতে শ্রমিকরা সংগঠন করতে উৎসাহ হারাচ্ছে। শ্রমিক সংগঠন ও শ্রমিকদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ছে। মালিকরা আরো বেশী সংগঠিত হচ্ছে। অতীতের সব সরকারের আমলেই তারা একচেটিয়া দাপট এবং ক্ষমতার বলে শ্রমিকদের উপর দমন-পীড়ন চালিয়েছে। বর্তমানেও তাই বহাল আছে। এখনো বেআইনীভাবে চাকরিচ্যূতি, পাওনা না দেওয়া নিত্যদিনের ঘটনা। অহরহ শ্রমিকদের নামে মিথ্যা মামলা গ্রেফতার ও কারাগারে আটক রাখা হচ্ছে। এমনকি মালিকরা নিজেরা হামলা করে, হত্যা করে অথচ মালিকপক্ষের প্রকৃত হত্যাকারী শাস্তি পায়না কিন্তু সেইসব ঘটনাকে  কেন্দ্র করে শ্রমিক, শ্রমিকনেতা এবং শ্রমিক সংগঠন দমন করা হচ্ছে।

এটা সেই পুরণো চিত্র। পুরাতন শোষণ কৌশল, পুরাতন দমন নীতি।

ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা হলো নতুন বাংলাদেশ গড়ার। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের এই অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়।

(চলবে )

লেখক: কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...