• আপডেট টাইম : 31/07/2024 04:02 AM
  • 347 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

 

সরকারী চাকরিতে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ১৫০ জনের পেশা খুঁজে বের করেছে একটি জাতীয় দৈনিক। সেখানে দেখা গেছে শিক্ষার্থী নিহত হয়েছেন ৪৫ জন। ও শ্রমজীবী মানুষ নিহত হয়েছেন ৮৬ জন। এর মধ্যে সরাসরি শ্রমজীবি মানুষ ৭০ জন। আর পুলিশ, সাংবাদিক ও চাকরীজীবি ১৬ জন। এর বাইরে অন্যান্য দেখানো পেশার রয়েছে ১৯জন।

নিহত শ্রমজীবদের মধ্যে সরাসরি গার্মেন্ট শ্রমিক ৫ জন। দোকান, হোটেল ও বিক্রয়কেন্দ্রের কর্মী ২৫ জন, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ১৬ জন;দিন মজুর ১১ জন, গাড়ী চালক, রিকসা চালক ও তাদের সহকারী মিলে নিহত ১৩ জন। এছাড়া পুলিশ ও আনসার নিহত ৪ জন, চাকরিজীবি ৮ জন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হয়েছে ৪ জন।

বিষয়টি নিয়ে একটি প্রথম সারির অনলাইন পোর্টাল অধ্যাপক ড. এমএম আকাশের মন্তব| প্রকাশ করেছেন। সেখানে অধ্যাপক এমএম আকাশ বলেন, কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি প্রলম্বিত হয়েছে সরকারের অবিমৃষ্যতার কারণে। সরকার এই আন্দোলনের ব্যপ্তি ও গভীরতা অনুধাবন না করে আদালতের উপর ছেড়ে দিয়েছিল। এবং দীর্ঘসূত্রি হয়। এবং ব্যাপক আন্দোলনে বাংলাবন্ধ, কমপ্লিট শাটডাউন, মহাসড়ক, সড়ক অবরোধ ইত্যাদিতে সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন সরকার মনে করেছে তার অংগ সংগঠনগুলো দিয়েই দমন করা যাবে। এবং কোথাও কোথাও সমার্থকদের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘাতের সূচনা করে।

তিনি বলেন, এই ফাঁকে সরকার উৎখাতে আগ্রহী রাজনৈতিক শক্তি এখানে ঢুকে পড়ে। এবং তারা এটাকে সরকার উৎখাতের আন্দোলনে পরিনত করতে চায়। কিছু কিছু সরকারী স্থাপনা পুড়িয়ে দেওয়া হয় ও ধ্বংস করা হয়। অবশ্য এটা ঠিক কারা করেছে, এটা তদন্ত ছাড়া বলা যাবে না। এই কাজগুলো করার জন্য যে অর্থ প্রয়োজন হয়েছে সেই অর্থ সেই কোথায় থেকে এসেছে সেটাও এখনো উদ্ঘাটিত হয়নি। সুতরাং এই তদন্ত চলতে থাকুক। কিন্তু যেটা সব চেয়ে দুঃখজনক তা হচ্ছে সরকার এই আন্দোলন দমন করতে গিয়ে ছাত্রদের সংগে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ন হয়েছে। লাঠি, গুলি, টিয়ার গ্যাস দিয়ে এই আন্দোলনকে দমন করতে না পেরে সরকার ছররা গুলি ব্যবহার করে এবং হেলি কপ্টার ব্যবহার করে এমত সব কাজ করেছে। যাতে অনেক নিরীহ নিরাপদ লোক ও আন্দোলনকারী মারা গেছ।

এদের মধ্যে এখন পর্যন্ত সেই সংখ্যা নিয়ে নানা জল্পনা- কল্পনা আছে। ধারনা করা হচ্ছে এর প্রকৃত সংখ্যা ২০০ এর বেশি হবে। ইতোমধ্যে আমরা ১৫০ জনের একটি হিসাব পেয়েছি। ২৯ তারিখের জাতীয় একটি পত্রিকায় বিষয়টি এসেছে। এবং সেখানে ৬৮ জনের হিসাব পাওয়া যায়, তারা একান্তই নিরাপদ শ্রমজীবি জনগণ; তিনি উল্লেখ করেন।

হয়তো তারা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। বা তারা ঘরের বাইরে কোন কাজে বের হয়েছিল। এবং তারা পুলিশের গুলিতে বা কোন বাহিনীর গোলাগুলিত নিহত হয়েছে। সুতরাং এই দায় সরকার এড়াতে পারে না। এই হত্যাকোন্ডের ক্ষতিপূরণ দিয়ে দায় এড়ানো যাবে না। হত্যাকান্ড কিভাবে ঘটলো, কেন ঘটলো, কারা গুলির নির্দেশ দিলো, কারা গুলি করলো-এর প্রত্যেকটি তদন্ত করে দোষী কে নির্ধারণ করে তার শাস্তির পরামর্শ  দেন তিনি। 

যেহেতু পঞ্জিভুত এক ধরণের ক্ষোভ সরকারের বিরুদ্ধে জমা হয়েছে। সে জন্য ভবিষ্যতেও এ ধরণের আন্দোলন হবে। বা হতে পারে। এর চুড়ান্ত সমাধান হবে একটি পরিচ্ছন্ন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, জনগণের কাছে জনগণের দায়বদ্ধ এবং স্বচ্ছ গণতান্ত্রিক একটি সরকারের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...