• আপডেট টাইম : 13/07/2025 12:50 PM
  • 603 বার পঠিত
  • মো. হাসান আলি
  • sramikawaz.com

পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে বিশ্বসেরা বাংলাদেশের কারখানা, বা লিড স্বীকৃতি  লিড স্বীকৃতি পাওয়া বিশ্বসেরা ১০০ টি পোশাক কারখানার মধ্যে ৫২ টিই বাংলাদেশের।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তথ্য মতে, একন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৪৮ টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধে লিড প্লাটিনাম ১০৫ টি, লিড গোল্ড ১২৯ টি, লিড সিলভার ১০ টি ও সার্টিফায়েড ৪ টি।

দিন যত যাবে সবুজ কারখানার সংখা আরো বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিড নামে পরিবেশবান্ধক স্থাপনার সনদ দিয়ে থাকে।

লিড সনদের জন্য ৯ টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে, তবে ১১০ পয়েন্টে এর মধ্যে বেসিক ইউনিয়নের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই।

এছাড়া আরো ৫৫০ টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন অপেক্ষায় রয়েছে।

সবুজ কারখানার তালিকা বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ‍ ইন্দোনেশিয়া।

বিশ্বসেরা পরিবেশবান্ধব সবুজ কারখানায় এখন বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় অবস্থিত, গ্রিন টেক্সটাইল লিমিটেড চতুর্থ ইউনিটকে যুক্তরাষ্ট্রের গ্রীন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) মান সনদে শীর্ষ তালিকায় রাখা হয়েছে।

কারখানাটি ইউএসজিবিসির মানদন্ডে ১১০ নম্বরের মধ্যে ১০৪ পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে।

গ্রিন টেক্সটাইল দেশি-বিদেশি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত পোশাক খাতের একটি কারখানা, এটির মালিকানায় রয়েছে পোশাক খাতের হংকং ভিত্তিক বহুজাতি কোম্পানি এপিক গ্রুপ ও বাংলাদেশের এনভয় লিগ্যাসি।

বিশ্বের শীর্ষ ১০ টি কারখানার মধ্যে আটটি বাংলাদেশের বাকি দুটি একটি ইন্দোনেশিয়ার ও একটি শ্রীলংকার মধ্যে অবস্থান করছে।

এর আগে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর বিশ্বের সেরা পরিবেশবান্ধব কারখানাটি ছিল ইন্দোনেশিয়ায়। এবার কারখানাটি ১১০ নম্বরের মধ্যে ১০১ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর মৃধার  হাত ধরে ২০১২ সালে দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয় পাবনার ঈশ্বরদী ইপিজেডের তার প্রতিষ্ঠিত বিনটেজ ডেনিম স্টুডিও প্রথমেই এই মর্যাদা লাভ করে।

জলবায়ু পরিবর্তনের ফলে কর্মহীন  গ্রামের মানুষজন শহরের দিকে ধাবিত হচ্ছে, অন্যদিকে শিল্প কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির অটো মেশিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই মুহূর্তে দক্ষ শ্রমিকের সংখ্যা খুবই কম সকল শিল্প সেক্টরে, একদিকে সবুজ কারখানার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে।

এই অদক্ষ শ্রমিকদেরকে দক্ষ করার জন্য এখন পর্যন্ত সরকারের কোন পরিকল্পনার নেয়া হচ্ছে না, এবং শ্রমিকদেরকে পূর্ণবাসন করার জন্যও তেমন কোন পদক্ষেপ দেখা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বারবার বিজিএমইএকে ও সরকারকে অবহিত করা সত্ত্বেও এই বিষয়ে তাদের নতুন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না এমনকি জলবায়ু পরিবর্তনের ফলে শ্রমিকদের যে সমস্যাগুলো হচ্ছে এই বিষয়ে সরকারি যে কমিটিগুলা করা হয়েছে সেখানে ট্রেড ইউনিয়ন কে অন্তর্ভুক্ত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...