১০ মাস যাবত বেআইনিভাবে কর্মচ্যূত আইনানুগ বেতন/পাওনাদী না দিয়ে উপরন্তু মামলা দিয়ে হয়রানি করা হয় একই মালিকানাধীন স্টাইল ক্রাফট লিঃ ও ইয়াং ওয়ান বিডি. লি নামক কারখানা দু'টির শ্রমিকদের। গাজীপুরে নানা কর্মসূচি পালনের পর ১২ জানুয়ারি রবিবার থেকে রাজধানী ঢাকায় লাগাতার আন্দোলন করছেন শ্রমিক কর্মচারীরা।
শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিকট লিখতভাবে প্রতিকারের আবেদন জানানো সত্বেও অদ্যবধি কোনপ্রকার সমাধানের উদ্যোগ পরিল¶িত হয়নি। কেউই শ্রমিকদের দুঃখ কষ্টকে বিবেচনায় নেয়নি। জীবন বাচানোর তাগিদে গার্মেন্ট শিল্প সহ অপরাপর শ্রমিকদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে বাধ্য করা হচ্ছে বলে দাবী আন্দোলনকারী শমিক কর্মচারীদের।
শ্রম ভবনের সামনে অবস্থান আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে আজ সকাল ১০টায় প্রেসক্লাবে এবং পরবর্তীতে শ্রম ভবনের আবারো শ্রম ভবনের সামনে আন্দোলন অব্যাহত থাকে।
এসব কর্মসূচীতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র অর্থ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, কে.এম মিন্টু, জালাল হাওলাদার, দীন ইসলাম, প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে কেউ কর্নপাত করেননা। আবার ঘেরাও করলে তখন শ্রমিকদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হয়।
আইন অমান্যকারী মালিকের বিরুদ্ধে ব্যবস্থা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ চাকরির সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দাবী মানতে বাধ্য করার মতো কঠোর আন্দোলন করা হবে। সে কারণে শিল্পের কোন প্রকার ¶তি হলে তার দায় সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের নিতে হবে।
১২-১৬ জানুয়ারি রবিবার থেকে বৃহস্পতিবার শ্রম ভবনের সামনে অবস্থান আন্দোলনের পর ১৬ জানুয়ারি শ্রম সচিব শ্রমিকদেরকে পাওনা আদায় করে দেওয়া হবে বলে আশ্বাস দেন। এরপর মালিকের গুলশানের বাড়ির সামনে অবস্থান আন্দোলন চলছে। সেখানে পুলিশের নানা হুমকি ধামকি প্রদর্শন করেন। কোন প্রকার ধমকে মাথানত না করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা শ্রমিক নেতৃবৃন্দের।
বার্তা প্রেরক
(কে.এম মিন্টু)