• আপডেট টাইম : 28/12/2024 06:39 PM
  • 151 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

নৌযান শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ এবং কর্মক্ষেত্র ও শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে অদ্য
২৮ ডিসেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিমোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটুর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায়
সমাবেশটি অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ ড্রাইভার,
বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের বাঘাবাড়ি শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক
ফেডারেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল হক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটিরসহ-সভাপতি মাহবুব আলম মানিক।


সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আহুত কর্মবিরতিতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে কর্মবিরতি সফলকরার জন্য সকল নৌযান শ্রমিকদের অনুরোধ জানান।

 

নেতৃবৃন্দ বলেস,এমভি আল-বাখেরা জাহাজের শ্রমিকদের নির্মমহত্যাকান্ডের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারসহ নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধের দাবিতেবাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন গত মধ্য রাত (২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা ১ মিনিট) থেকে কর্মবিরতি পালন করছে।

 

২৩ ডিসেম্বর নির্মম হত্যাকান্ডের সংবাদ জ্ঞাত হওয়ার পর থেকে নৌযান শ্রমিকসহ সারাদেশের শ্রমিকদের মধ্যেই প্রচন্ডক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত জানিয়ে একজনকে গ্রেফতার করা হলেও গ্রেফতারকৃত ব্যক্তি এবংআইনশৃক্সখলা বাহিনীর বক্তব্য সারাদেশের মানুষের মধ্যে বিশ^াসযোগ্যতা তৈরি করতে পারে নি। ফলে প্রকৃত কারণ উদঘাটন এবং
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ দাবি।

 

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে শ্রমিকরামজুরির দাবিতে আন্দোলন করলে পুলিশ ও সেনাবাহিনী গুলি করে শ্রমিক হত্যা করছে অন্যদিকে আইনশৃক্সখলা বাহিনী নৌশ্রমিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নেতৃদ্বয় সকল শ্রমিকদের কর্মক্ষেত্র ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিকরেন।

বার্তা প্রেরক,
প্রকাশ দত্ত
যুগ্ম-সম্পাদক

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...