গাজীপুরের কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপেরশ্রমিকদের টানা চার দিনের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। সড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। তবে সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন।
মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল থেকে অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো কারখানার শ্রমিকর। তাদের সঙ্গে ডরিন ফ্যাশন নামে অপর একটি কারখানার শ্রমিকরাও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিকল্প পথ ব্যবহার করে ওই এলাকার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এছাড়া চন্দ্রা-নবীনগর সড়ক ব্যবহারকারীরাও বিকল্প পথ ব্যবহার করে চলাচল করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছেন যাত্রীরা। স্থানীয়রা আটোরিকশায় করে ভেঙে ভেঙে সাভারে যাচ্ছেন। অনেকে কাশিমপুর থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা টঙ্গী হয়ে ঢাকায় যাতায়াত করছেন। যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো এসব বিকল্প পথ দিয়েই যাতায়াত করছেন।
সুত্র ,জাগো নিউজ