ছাত্র-গণঅভ্যুত্থানে যে সব শ্রমিক মৃত্যুবরণ করেছেন তালিকা প্রকাশ করে তাদের উপযুক্ত মর্যাদা ও ক্ষতি পুরণের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। নেতৃবৃন্দ বলেন, এ অভ্যুত্থানে অংশগ্রহন করে প্রায় ৯২ জন শ্রমিক মৃত্য বরণ করেছেন। তাদের তালিকা প্রকাশ করে উপযুক্ত মর্যাদা ও ক্ষতিপুরন দিতে হবে।
২৩ আগষ্ট শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, পরবর্তী অন্তবর্তীকালিন সরকারের কাছে দেশের গার্মেন্ট শ্রমিকদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। এই সকল দাবির ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার জন্য গার্মেন্ট শ্রমিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে একটি স্বরচিত কবিতা পাঠ করেন হকারনেতা জাকির হোসেন। সমাবেশ শেষে একটা লালপতাকা মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক আ. সালাম বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলাকমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তিদাস, জেলা নেতা দিলীপ দাস, জাকির হোসেন, একেএম আনিসুজ্জামান, তাইজুল ইসলাম, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক: আলমগীর হোসেন, নারায়নগঞ্জ