• আপডেট টাইম : 24/08/2024 06:10 AM
  • 183 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

 

গার্মেন্ট শ্রমিকদের জন্য ২৫হাজার টাকা মজুরি, রেশনিং, বাসস্থান ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি।

২৩ আগষ্ট শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করবেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানে যারা মৃত্যবরণ করেছেন তাদের একটা তালিকা প্রকাশ করে তাদের উপযুক্ত মর্যাদাও ক্ষতি পুরন দিতে হবে। এঅভ্যুত্থানে অংশগ্রহন করে (আনুমানিক) ৯২ জন শ্রমিক মৃত্য বরণ করেছেন, তাদেরও তালিকা প্রকাশ করে উপযুক্ত মর্যাদা ও ক্ষতিপুরন দিতে হবে।

গার্মেন্ট শ্রমিকদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি দিতে হবে। কারখানা ভিত্তিক বাসস্থান ও রেশনিং ব্যাবস্থা চালু করতে হবে। গণতান্ত্রিক শ্রমআইন চালু করতে হবে। শ্রমিক স্বার্থ  বিরোধী সকল কালো আইন বাতিল করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। সকল বন্ধ কারখানা চালু করতে হবে।

বক্তব্য রাখবেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক আঃ সালাম বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলাকমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তিদাস, জেলা নেতা দিলীপ দাস, জাকির হোসেন, একেএম আনিসুজ্জামান, তাইজুল ইসলাম, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক: আলমগীর হোসেন, নারায়নগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...