জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলেন, 'অবিলম্বে বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল খুলে দিতে হবে এবং একইসাথে চাকুরিচ্যূত সকল শ্রমিককে পুনর্বহাল ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।'
২০ আগষ্ট’ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানান হয়। সভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ কাফী রতন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ—সভাপতি মানস নন্দী, জাতীয় শ্রমিক ফেডারেশন—বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শামীম ইমাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা ফয়েজ হোসেন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা, শ্রমিক নেত্রী জলি তালুকদার, শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার, বাংলাদেশ আঁখ চাষী ইউনিয়নের সভাপতি আনসার আলী দুলাল, করিম জুট মিলের নেতা মো: গোফরান, লতিফ বাওয়ানী জুট মিলের নেতা সিরাজুল ইসলাম প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন,' রাষ্ট্রায়ত্ত ৮২টি পাটকল ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে বন্ধ করার প্রক্রিয়ায় বিগত আওয়ামী সরকার সর্বশেষ টিকে থাকা ২৫টি পাটকল করোনা মহামারীকালে ২০২০ সালের জুলাই মাসে বন্ধ ঘোষণা করে। এতে ২৫ হাজার শ্রমিক কাজ হারিয়ে শুধু বেকারই হয়নি, একই সাথে ৫০ লক্ষ মানুষের জীবিকার পথ রুদ্ধ করা হয়েছে। পরবর্তীতে ৬টি চিনিকল বন্ধ করে একইভাবে শ্রমিক—আঁখচাষীসহ ৫০ লক্ষমানুষকে পথে বসিয়েছে। '
নেতৃবৃন্দ বলেন,' বিশ্বব্যাংক, আইএমএফ সহ সাম্রাজ্যবাদ ও দেশী পুঁজিপতিদের স্বার্থে সরকারি নীতি, অব্যবস্থাপনা ও দূর্নীতির ফলাফল স্বরূপ এসব প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে বন্ধের অজুহাত তৈরী করা হয়।'
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজেএমসি কার্যালয় ঘেরাও করে ও কর্পোরেশনের চেয়ারম্যানের মাধ্যমে পাট উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃবৃন্দের অন্য একটি দল একই সময়ে চিনি শিল্প সংস্থায়ও স্মারকলিপি প্রদান করেন।