• আপডেট টাইম : 12/08/2024 01:50 PM
  • 161 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে অবস্থিত চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার ১২ আগস্ট সকালে সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।


আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার প্রায় সাত হাজার শ্রমিকের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে সকালে তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে।


একপর্যায়ে এজেআই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক অনন্ত জলিল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নেন।


এ ঘটনায় দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও পুলিশ ও কারখানার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সুত্র; জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...