• আপডেট টাইম : 24/06/2024 08:00 PM
  • 180 বার পঠিত
  • প্রেস বিজ্ঞিপ্তি
  • sramikawaz.com

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে বার বার রেশনের মাধ্যমে শ্রমিকদের নিত্যপণ্য দেওয়ার কথা বলা হলেও বাস্তবে দেওয়া হয়নি। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে বরাদ্দের মাধ্যমে আগামী অর্থবছর থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালুর জোর দাবি জানান।

 

২৪ জুন সোমবার রাজধানী তোপখানায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আয়োজিত গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  সংগঠনের সভাপতি আমিনুল হক আমিন।

 

 আমিনুল হক  বলেন, দ্রব্যমুল্যের আকাশচুম্বী গতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া, চিকিৎসা খরচ বৃদ্ধি সব কিছু মিলিয়ে দেশের গার্মেন্টস শ্রমিক আজ দিশেহারা। অনেক গার্মেন্টস শ্রমিক আজ অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং পদ্ধতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ চালুর আলোচনা গত পাঁচ বছর ধরে চলছে। সাবেক বাণিজ্যমন্ত্রী, বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী, সাবেক শ্রম প্রতিমন্ত্রীসহ অনেক সাংসদ ও মন্ত্রী বার বার গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালুর ব্যাপারে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন। কিন্তু আজ পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা রেশন থেকে বঞ্চিত রয়ে গেছেন।

দুর্ভাগ্যজনক বিষয় এই যে, গত ৬ জুন সংসদে উপস্থাপিত আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটেও অর্থমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের রেশনের কোন বরাদ্দ রাখেন নাই, যা দেশের সকল গার্মেন্টস শ্রমিককে ক্ষুদ্ধ করেছে।

প্রশ্ন রেখে তিনি বলেন,  কেন প্রস্তাবিত ৮ লক্ষ কোটি টাকার বাজেটে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের জন্য রেশন বরাদ্দ রাখা হলো না ? আমরা অবিলম্বে প্রস্তাবিত ৮ লক্ষ কোটি টাকার বাজেটে দেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের রেশনিং নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি।

 

দাবি বাস্তবায়নে পরবর্তী কর্মসূচী ঘোষণা করে সংগঠনটি।

* জুলাই, ২০২৪ মাসের ১ম সাপ্তাহে দেশের সকল সক্রিয় গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের যৌথ সভা।

*  জুলাই, ২০২৪ মাসের ২য় সাপ্তাহে মন্ত্রী, এমপি, বিজিএমইএ, বিকেএমইএ, এমপ্লয়ার্সফেডারেশন, রাজনৈতীক দল, বায়ার এবং পেশাজীবী সংগঠন সমূহকে নিয়ে গোল-টেবিল বৈঠক। এবং

*  জুলাই, ২০২৪ মাসের ৩য় সাপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দ্যেশ্যে গার্মেন্টস শ্রমিক পদযাত্রা।

 

সংবাদ সম্মেলনে  আরও উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মিসেস আলেয়া বেগম, নারী সম্পাদক সুইটি সুলতানা প্রমূখ নেতৃবৃন্দ।

সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...