ঈদুল আযহা শ্রমিক ভাই-বোনদের শুভেচ্ছ।
পবিত্র ঈদুল আযহার কোরবানির ত্যাগের বার্তা নিয়ে আমাদের মাঝে প্রতিবছরের মতো সমাগত হয় ঈদ।
ঈদ মানে খুশি। ঈদের দিন আনন্দ-উৎসবের দিন। অতীতের দুঃখ-বেদনা ও ধনী ও গরিবের সীমারেখাকে পেছনে ফেলে পা ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার দিন হলো ঈদুল আযহা। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় জীবনে ঈদুল আযহা গুরুত্ব অপরিসীম।
দেশের বৃহত্তর জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ। যারা বছরের পুরোটা সময় মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টে জীবনযাপন করে। জীবনযাত্রার অত্যধিক ব্যয়ের কারণে যাদের জীবিকা নির্বাহ করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।
মেহনতি শ্রমিকদের জীবনে সুখ-শান্তি বলতে কোনো শব্দ নেই। বরং বেঁচে থাকার তাগিদে তারা প্রতিদিনই দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে। এই শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ ধরা দেয় না। প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমজীবী মানুষের মুক্তি অসম্ভব। এমতাবস্থায় শ্রমজীবী মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে সর্বপ্রথম মালিকদের এগিয়ে আসতে হবে।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও উৎসব ভাতা প্রদানে মালিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সাথে সমাজের বিত্তবানদের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।
শ্রমিক ও তাদের সন্তানদের জন্য নতুন পোশাক এবং ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। ঈদের প্রকৃত সুখ পেতে হলে ধনী-গরিবের সীমারেখা ভুলে যেতে হবে। ঈদের আনন্দ মালিক-শ্রমিকের মাঝে ভাগাভাগি করে নিতে হবে।
মো: হাসান আলী
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ যুব কমিটি