• আপডেট টাইম : 31/05/2024 02:15 PM
  • 272 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

ঈদুল আযহা উপলক্ষে ১০ জুনের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবিতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন।

৩১ মে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ এ সমাবেশের অংশগ্রহণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আহমেদ সুজন, যুগ্ম সম্পাদক মাহবুল আলম মানিক এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবংস্বা রাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করার কথা বলা হলেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করে না। এর ফলে ঈদের দিনও শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে রাস্তায় অবস্থান নিতে হয়। তখন সরকারের পুলিশ বাহিনী শ্রমিকদের উপর লাঠিচার্জ করে এবং মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করে। এ প্রেক্ষিতে নেতৃবৃন্দ ১০ জুনের মধ্যে ঈদুল আযহা’র সকল বকেয়াসহ বেতন-বোনাস পরিশোধের আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন, বাজারদরের সাথে সঙ্গতিরেখে গার্মেন্টস সেক্টরে মজুরি বৃদ্ধি না করায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির আন্দোলন অব্যাহত রেখেছে। ইতিমধ্যে পোশাক খাতের কটন-টেক্সটাইল ও লোকাল গার্মেন্টস সেক্টরের মজুরি ঘোষণা করেছে। এসব ঘোষিত মজুরিও শ্রমিকরা প্রত্যাখ্যান করেছে।

তারা বলেন, শ্রমিকদের নামকাওয়াস্তে মজুরি বৃদ্ধি করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের রেশনিং ব্যবস্থার আওতায় আনার জন্য সরকার প্রতিশ্রুতি  দিলেও এখনো তা কার্যকর করা হয় নি।

নেতৃবৃন্দ পোশাক শ্রমিকদের বাজারদরের সাথে সঙ্গতিরেখে মজুরি প্রদানের আহবান জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...