বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন যৌথ বিবৃতিতে বলেন ড্যানিস নিটওয়্যার লিমিটেড গার্মেন্টের শ্রমিকরা কারখানা খুলে দেয়া, বকেয়া বেতনের দাবিতে দীর্ঘ দশ দিন ধরে ঢাকায় শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছে। নানারকম ষড়যন্ত্র ও কারসাজি মোকাবেলা করে প্রধানমন্ত্রী ও শ্রম প্রতি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ, লাল পতাকার মিছিলসহ শ্রমভবনের সামনে শ্রমিকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে। এরমধ্যে মালিক পক্ষ চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের আংশিক বেতন পরিশোধ করেন।
আন্দোলনের চাপে সরকার পক্ষ ২৬ মে ত্রিপক্ষীয় সভা করার সিদ্ধান্তে শ্রমিকরা আন্দোলন স্থগিত করেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি।