বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে ড্যানিস নিটওয়্যারের ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও কারখানা চালুর দাবিতে আজ ১১ মে ২০২৪, শনিবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি শ্রমিকনেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ, লাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি প্রখ্যাত শ্রমিকনেতা রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান বাদশা, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রখ্যাত শ্রমিকনেতা আমিরুল হক আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাবেরী গায়েন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড. হাসান তারিক চৌধুরী, শ্রমিকনেতা জয়নাল আবেদীন, সোহেল রানা, সুমা আক্তার, ড্যানিস নিটওয়্যারের শ্রমিক আরিফা বেগম, সুমি আক্তার প্রমুখ।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, যেই শ্রমিকদের শ্রমে-ঘামে বাংলাদেশের ৮৬ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সেই শ্রমিকদের বকেয়া বেতন এবং চুক্তি বাস্তবায়ন না করে মালিক আইন অমান্য করছেন। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই শ্রমিকরা প্রধানমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পরেও তাদের দুঃখ-কষ্ট লাঘবের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। তাহলে সরকার এবং বিজিএমইএ কি শ্রমিকদের আন্দোলনকে পরীক্ষা করছেন? এমতাবস্থায় অতিসত্ত্বর সরকার, বিজিএমইএ শ্রমিকপক্ষের সাথে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিন।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, যেই শ্রমিকরা শ্রম ও ঘাম দিয়ে দেশ এবং দেশের অর্থনীতিকে অগ্রসর করছে তাদেরকে অনাহারে-অর্ধাহারে রেখে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে সমস্যার সমাধান হবে না। তাই শোষণ-নির্যাতনের পথ পরিহার করে ড্যানিস নিটওয়্যারের শ্রমিকদের দাবি মেনে নিতে হবে। অন্যথায় এই আন্দোলন শুধু ড্যানিস নিটওয়্যারের শ্রমিক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শ্রমজীবী-মেহনতি এবং দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তাগণ।