• আপডেট টাইম : 10/05/2024 01:46 PM
  • 191 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

ড্যানিস নিটওয়্যারের ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও কারখানা চালুর দাবিতে আজ ১০ মে ২০২৪, শুক্রবার, বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিকনেতা লাকী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, মো. নুরুল ইসলাম, সোহেল রানা, সুমা আক্তার, নাজমুল হাসান, শাহনাজ পারভীন প্রমুখ।

অনাহারে-অর্ধাহারে থাকা শ্রমিকদের দুঃখ-কষ্টকে বিবেচনায় না নিয়ে বরং শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করে সরকার, মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পাদিত ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধান করতে হবে অন্যথায় আন্দোলন আরও তীব্রতর হবে, শিল্পে অসন্তোষ তৈরি হবে, তার দায় মালিকদেরই নিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ড্যানিস নিটওয়্যারের শ্রমিকদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য প্রয়োজনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দেশব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...