• আপডেট টাইম : 09/05/2024 07:27 PM
  • 28 বার পঠিত
  • কে.এম মিন্টু
  • sramikawaz.com

ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও কারখানা চালুর দাবিতে আজ ৯ মে ২০২৪ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করাহয়। স্মারকলিপি পেশ করার পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল শুরু করলে পুলিশবাধা প্রদান করে চড়াও হয়ে শ্রমিক এবং নেতৃবৃন্দকে রিরীকভাবে আঘাত করে। তাৎক্ষণিক সড়ক অবরোধ করেপ্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’রসাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন পুলিশের এহেন আচরণের তীব্র প্রতিবাদ করে বলেন, চুক্তি এবং আইন
অমান্যকারী মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উপরন্তু শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করেমালিকদের লাঠিয়াল বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ বাহিনী অনাহারে-অর্ধাহারে থাকা শ্রমিকদেরদুঃখ-কষ্টকে বিবেচনায় না নিয়ে বরং শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করছে বলেও
অভিযোগ করেন তিনি।

শ্রমিকনেতা কাজী রুহুল আমিন আরও বলেন, শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করেসরকার, মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পাদিত ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে যুক্তযুক্ত
সমাধান করতে হবে অন্যথায় আন্দোলন আরও তীব্রতর হবে, শিল্পে অসন্তোষ তৈরি হবে, তার দায় মালিকদেরইনিতে হবে।

এর পূর্বে জাতীয় প্রেসক্লাবে ড্যানিস নিটওয়্যারের শ্রমিক লাকী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশগার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সহ-সভাপতি শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, জালাল হাওলাদার,জয়নাল আবেদীন, সোহেল রানা, সুমা আক্তার প্রমুখ। পরিশেষে মিছিলে করে শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থানআন্দোলন চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...