জীবন-ধারণ উপযোগী জাতীয় ন্যুনতম মজুরি ঘোষনা ও সার্বজনীন রেশন প্রথা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি)।
১ মে বুধবার সকাল ১০ টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছে।
টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ষোষনাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। সমাবেশে বক্তব্য রাখেন টিইউসির অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, কেন্দ্রীয় নেতা ইদ্রীস আলী, ঢাকা মহানগর নেতা মুর্শিকুল ইসলাম শিমুল, হাদিউল ইসলাম, সেকেন্দার হায়াত, মেহেদি হাসান নোবেল, হুমায়রা বেগম প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন টিইউসির সহ-সভাপতি মো: আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রবিউল ইসলাম, কেন্দ্রীয় নেতা মো: সিরাজুল ইসলাম, নারী শ্রমিক নেতা সায়েরা খাতুন, গার্মেন্টস শ্রমিক নেতা জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক সংগ্রাম ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও দেশের শ্রমজীবী মেহনতি মানুষ এখনো পরিবার পরিজনসহ জীবন-ধারণ উপযোগী মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ অন্যান্য সামাজিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। কর্মস্থলে তাদের চাকুরীর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এখনো। গত কয়েকবছর ধরে মুক্তবাজার অর্থনীতির দাপট এবং মুনাফাখোর ফরিয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট কারসাজিতে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধগতি বর্তমানে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে শ্রমিক কর্মচারীসহ সাধারণ মানুষ অসহায় ও মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে স্থায়ী মজুরি কমিশন গঠন করে জীবন-ধারণ উপযোগী মজুরি ঘোষনাসহ মজুরি কমিশনের অধীনে প্রয়োজনীয় সংখ্যক মজুরি বোর্ড গঠন করে সকল সেক্টরের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবী জানান। বক্তারা সার্বজনীন রেশন প্রথা চালুর মাধ্যমে গ্রাম শহরের সকল শ্রমজীবী মানুষকে সস্তা ও বাঁধা দরে চাল, ডাল, তেল, আটা ও শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করার দাবী জানান।
নেতৃবৃন্দ সংবিধান, আইএলও কনভেনশন ও জাতীয় শ্রমনীতি অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ শ্রম আইন সংশোধন, শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিকদের দমন- নির্যাতন বন্ধ করারও দাবী জানান।
আউটসোর্সিং এর নামে শ্রমিক কর্মচারীদের মৌলিক অধিকার হরন ও শ্রমিক ছাঁটাই বন্ধ এবং নারী পুরুষের বৈষম্য দুর করে সমকাজে সমমজুরি, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের মাধ্যমে শ্রমিক কমর্চারীদের ট্রেড ইউনিয়ন ও ধর্মঘট এবং আইনানুগ সুবিধা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগথাকার জন্য শ্রমিক কর্মচারীদের প্রতি আহবান জানান।