• আপডেট টাইম : 17/03/2024 04:39 PM
  • 47 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

আওয়াজ প্রতিবেদক

বকেয়া মজুরিসহ ২৫ রমজানের মধ্যে ঈদবোনাস প্রদানের দাবিতে ঢাকায় মিছিল সমাবেশ করেছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।  রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়া এলাকার বিভিন্ন লোকাল গার্মেণ্টস কারখানার শ্রমিকরা মিছিলে অংশ নেয়।

শুক্রবারবেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুল হক মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি খলীলুর রহমান খান, বাংলাদে ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, সিএনজি শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক হানিফ শেখ, পাদুকা শিল্প শ্রমিক সংঘের নেতা সৌরভ এবং লোকাল গার্মেণ্টস শ্রমিক নেতা বিল্লাল হোসেন ও মনির হোসেন।

সমাবেশে নেতৃবৃন্দ ২৫ রমজানের মধ্য সকল বকেয়াসহ শ্রমিকদেও বেতন বোনাস পরিশোধ করার আহবান জানান। একই সাথে বাজারদরের সাথে সঙ্গতি রেখে বাঁচার মতো মজুরি নির্ধারণের দাবি করেন।

এছাড়া শ্রমিকদের রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য টিফিন এলাউন্স, সম্পূণভার্বে মালিক কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানির বিল বাবদ শ্রমিকদের কাছ থেকে মজুরি কর্তন বন্ধ করার দাবি জানান।

নিয়োগপত্র-পরিচয়পত্রসহ ও সার্ভিস বুক সহ শ্রম আইন বাস্তবায়নেরও দাবি জানান নেতৃবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...