• আপডেট টাইম : 02/01/2024 10:59 PM
  • 142 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সাড়ে ৩ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার ২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকরা বেলাশোর এলাকায় এ অবোরোধ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তিন মাস ধরে তাদের বেতন দিচ্ছে না। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করা হয়েছে। তবে তারা কোনো কথা শুনতে নারাজ। বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।


ইলিয়টগঞ্চ হাইওয়ে পুলিশ ফঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মঞ্জুরুল আলম বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুপাশে ৮-১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে জনতে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...