• আপডেট টাইম : 02/11/2023 12:18 AM
  • 89 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদ ও ২৩ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

১ নভেম্বর বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ ও মজুরি বোর্ডের সামনে এ অবস্থান কর্সূচি পালন েকরেন।

শ্রমিক হত্যার বিচার কর ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার সংগঠনের সভাপতি শ্রমিকনেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এমএ শাহীন, সাইফুল্লাহ আল মামুন, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এমন সময় মালিক পক্ষের ১০,৪০০ টাকা নিম্নতম মজুরির প্রস্তাব, শ্রমিকদের উপর বর্বরোচিত গুলিবর্ষণ এবং হত্যাকান্ড শ্রমিকদের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার ষড়যন্ত্র। শ্রমিকদের উপর দমন নির্যাতন বন্ধ করে ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য নেতৃবৃন্দ জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...