• আপডেট টাইম : 23/09/2023 04:01 AM
  • 481 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক:
  • sramikawaz.com

 

ন্যূনতম মজুরি ২৩,০০০ টাকা দাবিতে শ্রমিক সমাবেশ করেছে আইবিসি গাজীপুর শাখা।


২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাসে সংলগ্ন সড়কের উন্মুক্ত স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইবিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ।

আইবিসি গাজীপুর আঞ্চলিক কমিটির সভাপতি মো. জোবায়ের সরকারের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির কায়সারুন্নবী রুবেল, মীর আবুল কালাম আজাদ ও রুহুল আমীন। এছাড়া নারী কমিটির হাসিনা আক্তার হাসি ও যুব কমিটির সভাপতি শারমিন আক্তার কারিমা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃতবৃন্দ ন্যূনতম মজুরি ২৩,০০০/- টাকা ঘোষণা, ৬৫% বেসিক, ১০% বাৎসরিক মজুরী বৃদ্ধি, ২ বৎসর পর পর উচ্চতর গ্রেড নির্ধারণ, শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুকরণ, মেটারনিটি লিভ ৬ মাস নির্ধারণের দাবি জানান। নেতৃবৃন্দ দাবি মানতে বাধ্য করতে আগামী ১ অক্টোবর থেকে পরবর্তী দুমাস জোরদার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...