• আপডেট টাইম : 04/08/2023 02:38 AM
  • 203 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাসে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসনের এনডিসি মোস্তফা আবদুল্লাহ আল নূর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা শেষে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।


এনডিসি বলেন, চলতি মাসেই শ্রমিকরা তাদের বকেয়া বেতন, ঈদ বোনাস পাবেন। সভায় বেতন পরিশোধের জন্য আগামী ১৬, ২০ ও ২৫ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই নির্ধারিত তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করবে মালিকপক্ষ। এছাড়াও আগামী শনিবার থেকে যথারীতি কারখানার কার্যক্রম চলবে এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...