• আপডেট টাইম : 02/05/2023 04:10 PM
  • 186 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি : বার্তা প্রেরক মো: আলী
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি জানিয়েছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন।

১ মে সোমবার মহান মে দিবসের কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ মো: আবু জাফর। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ  বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খুশবু আহমেদ রানা, সিনিঃ সহ-সভাপতি সৈয়দ আজিজুন্নাহার, সহ সাধারণ সম্পাদক মো: আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও পিংকী, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি তাজেরুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাপ্পী।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষনা করতে হবে এবং গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্ব কালিন সুবিধা ৬ মাস করতে হবে, অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দিতে হবে, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, স্কপের ৯ দফা মেনে নিতে হবে এবং জাতীয় ন্যূনতম মজুরি ২০ টাকা ঘোষণা করতে হবে।

 

সমাবেশ শেষে ফেডারেশনের এক বর্ণাঢ্য র‌্যালি রাজধানীর বিভিন্ন সড় প্রদক্ষিন করেন্

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...