• আপডেট টাইম : 30/04/2023 08:57 PM
  • 147 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

জাতীয় ন্যূনতম মজুরি ও শ্রম অধিকারপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার আবাহন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ওসাধারণ সম্পাদক কমরেড রুহিনহোসেন প্রিন্স আজ ৩০ এপ্রিল ২০২৩, প্রদত্ত এক বিবৃতিতে মহান মে দিবস উপলক্ষে দেশ ও সারাবিশ্বের শ্রমিকশ্রেণি,
শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে যথাযথ মর্যাদায় দিবসটি পালন ও শ্রমিক মেহনতি মানুষেরমুক্তির আন্দোলন বেগবান করতে সচেতন মানুষের প্রতি আহবান জানিয়েছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রীয় মালিকানার নীতিতে দেশ
পরিচালনার কথা থাকলেও লুটেরা পুঁজিপতিরা বারবার রাষ্ট্রক্ষমতা ব্যাবহার করে রাষ্ট্রীয় কল-কারখানাকে বন্ধ করছে।দ্বিরাষ্ট্রীয়করণের নামে অবাধ লুটপাট অব্যাহত রাখছে। ব্যক্তি মালিকানার নামে অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের ওপর
শোষণের মাত্রা বৃদ্ধি করে লুটপাটের নতুন ধারা তৈরি করার হচ্ছে। শ্রমিকদের জীবনে চরম সংকট সৃষ্টি করে নব্য ধনিকগোষ্ঠীকে আরও ধনি করে শোষণ বৈষম্য বৃদ্ধি করছে। শ্রমজীবী মানুষের ওপর শুধু শোষণ নয়, তার যতটুকু শ্রমঅধিকার আছে
তা দিনদিন খর্ব করার চেষ্টা চলছে।এমতাবস্থায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিক-মেহনতি মানুষকে তার অধিকার আদায় করতে হবে।স্বা ধীনতার ৫১
বছর পেরিয়ে গেলেও জাতীয় ন্যূনতম মজুরি ও পরিপূর্ণ শ্রমঅধিকার বাস্তবায়ন হয়নি। জাতীয় ন্যূনতম মজুরি ও শ্রমঅধিকারপ্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়ার আহবানও নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, মে দিবসের বিপ্লবী প্রেরণায় শ্রমজীবী মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শোষণমুক্তির সংগ্রাম অগ্রসর
করতে হবে। মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিকশ্রেণিকে সব ধরনের শোষণ-নির্যাতন-নীপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধতীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থে এখনো শ্রমআইন প্রতিষ্ঠা করা হয়নি বরং শ্রমিকের গণতান্ত্রিকঅধিকার ধ্বংস করতে নতুন নতুন আইন করা হচ্ছে। দেশের শ্রমআইনে শ্রমিকদের যতটুকু অধিকার দেয়া আছে, ততটুকুও
প্রতিষ্ঠা করা হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়া হয়না।
বিবৃতিতে জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবি জানিয়ে বলা হয়, সকল সেক্টরে মানবিক জীবনযাপন উপযোগীন্যূনতম মজুরি দিতে হবে। রেশনিং, বাসস্থান ও শিক্ষাস্বাস্থ্যের সুরক্ষা দিতে হবে। পেনশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ সংবিধান এবং আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমআইন-বিধি সংশোধন ওকার্যকর করতে হবে, শ্রমিকদের জন্য স্থায়ী রেশন ও বাসস্থানের ব্যবস্থা করা, রানা প্লাজা, সেজান জুস কারখানা অগ্নিকাণ্ডসহ
মালিকশ্রেণির অবহেলাজনিত বিভিন্ন ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ন্যায্যক্ষতিপূরণ, দায়ী সকল মালিকের বিরুদ্ধেদৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ছাঁটাই, হামলা-মামলা-নির্যাতন বন্ধ করতে হবে। বিবৃতিতে এসব দাবি আদায়ে ঐক্যবদ্ধ
শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান হয়।মে দিবসের কর্মসূচি
সিপিবি মহান মে দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা-কর্মীরা সকাল সাড়ে ৮টায় কমরেড মণি সিংহসড়কের মুক্তিভবনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করে
সংহতি জানাবেন।এছাড়াও মহান মে দিবসে বিভিন্ন জেলা ও উপজেলায় নানাবিধ কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...