• আপডেট টাইম : 11/12/2022 12:34 AM
  • 229 বার পঠিত
  • রজত বিশ্বাস
  • sramikawaz.com

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মতো মজুরি, সর্বজনীন রেশনিং চালু, শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘট করার অধিকার হরণের পাঁয়তারা বন্ধ, শ্রমআইন ও শ্রম বিধিমালার শ্রমিক¯^ার্থ বিরোধী ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। ০৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি মোঃ নুরুল মোহাইমীন। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ও হকার্স ইউনিয়নের সহ-সভাপতি মোঃ দুলাল মিয়া, জুড়ী উপজেলা রাইস মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ শহীদ আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন দেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণ আজ ¯ৈ^রচারী শাসন-শোষণে দিশেহারা। সর্বব্যাপী ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজী-টেন্ডারবাজী, শেয়ার বাজার-ব্যাংকিং ক্ষেত্রসহ সামগ্রিক লুটপাট, বিদেশে অর্থ পাচার, খুন-গুম-হত্যা, নারী নির্যাতন, বিচারবহিভর্‚ত হত্যাকান্ড, রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে বিরোধীমত দমন-পীড়ন চালাচ্ছে। চাল, ডাল, তেল, চিনি, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন জর্জরিত। নিত্যপণ্যের সাথে সাথে জ্বালানি তেল, সার, পরিবহণ ভাড়া বৃদ্ধি, ঔষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তার উপর আবারও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা চলছে। জনজীবনের সমস্যাকে উপেক্ষা সরকার প্রভু সাম্রাজ্যবাদের আর্শীবাদ নিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ‘খেলা হবে’ শ্লোগান তুলে মাঠ গরম করার চেষ্ঠা চালাচ্ছে, অন্যদিকে সাম্রাজ্যবাদের দালাল বিরোধীদল যেন তেন উপায়ে ক্ষমতায় যেতে ‘ফয়সালা হবে রাজপথে’ শ্লোগান তুলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদের দালাল দলগুলো এভাবে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করে সংঘাত-সংঘর্ঘের মুখোমুখি করে নিজেদের আখের গোছাতে লিপ্ত রয়েছে। নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এ যাবত অধিষ্টিত সকল সরকারই হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল সামন্ত আমলা মুৎসুদ্দি শ্রেণির ¯^ার্থরক্ষাকারী সরকার। তারা কখনোই জনগণের কথা ভাববে নাÑএটাই ¯^াভাবিক। তাই জনগণের ¯^ার্থরক্ষাকারী রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী শ্রমিক-কৃষক জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...