• আপডেট টাইম : 15/09/2022 09:56 PM
  • 271 বার পঠিত
  • আহসান হাবিব বুলবুল
  • sramikawaz.com

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, আই.এল.ও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে অবাধ ট্রেড ইউনিয়নচর্চার সুযোগ নিশ্চিত করা, শ্রম আইন ও বিধিমালার শ্রমিক নিপীড়নের ধারা সমূহ সংশোধন, চাকরি ও কর্মক্ষেত্রেরনিরাপত্তা এবং বাজারদরের সাথে সংগতিপুর্ণ মজুরি, রেশন ও আপৎকালীন মহার্ঘ্য ভাতার দাবিতে আগামীকাল ১৬সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, বিকাল ৪টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ (স্কপ)।স্কপের যুগ্ম সমš^য়ক চৌধুরী আশিকুল আলম ও আহসান হাবিব বুলবুল এবং স্কপ নেতা শহিদুল্লাহ চৌধুরী, মেজবাহ

উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ জাফর, আব্দুল কাদের হাওলাদার, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন,সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, মোহাম্মদ হাবিবুল্লাহ,ডা:ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নঈমুল আহসান জুয়েল, সাকীল আক্তার চৌধুরী, নূরূল আমিন, আমিরুলহক আমিন, রিপন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে করোনা আর নিত্যপণ্যের উচ্চমূল্যের আঘাতে সবচেয়ে
ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা আর জীবনমানের সুরক্ষা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার জন্য রাষ্ট্র কেবাধ্য করার মত শক্তিশালী কণ্ঠে নিজেদের দাবিকে তুলে ধরতে আগামীকালের শ্রমিক সমাবেশ সফল করতে স্কপঅন্তর্ভুক্ত শ্রমিক ফেডারেশনসমূহের ঢাকা অঞ্চলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবানজানান। নেতৃবৃন্দ, জাতীয় আয় এবং মাথাপিছু গড় আয় বৃদ্ধিতে প্রধান ভুমিকাপালনকরি দেশের ৬ কোটি ৮২ লক্ষ
শ্রমিক কর্মচারীর ন্যয্য দাবির প্রতি সহানুভুতিশীল সকল শ্রমিক নেতৃত্ব, শ্রম অধিকার ও মানবাধিকার কর্মীদেরওস্কপের শ্রমিক সমাবেশে সংহতি জানানোর জন্য আহবান জানান।
নেতৃবৃন্দ, দেশের সকল গণমাধ্যমের বার্তা সম্পাদকগণের প্রতি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এরআগামীকালের শ্রমিক সমাবেশের কর্মসুচীর সংবাদ সংগ্রহের জন্য একজন আলোকচিত্রি এবং একজন প্রতিবেদকপ্রেরণ এবং সংগৃহীত সংবাদ প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...