• আপডেট টাইম : 04/09/2022 06:01 PM
  • 384 বার পঠিত
  • লুনা নূর
  • sramikawaz.com

'দমন পীড়ন হামলা-মামলা, গুম, খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস এর প্রতিবাদে আগামী ৭ সেপ্টেম্বর বুধবার ঢাকায়সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট’।
আজ ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটে র সমš^য়ক ও সিপিবি'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তনেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের
সমাজতান্ত্রিক দল (বাসদ)' এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ইউনাইটেড কমিউনিস্টলীগের সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)'র সমš^য়ক মাসুদ রানা, গণতান্ত্রিকবিপ্লবী পার্টির নেতা আমেনা আক্তার, সিপিবি'র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।সভার খুলনার দাকোপ উপজোলার বানিশান্তায় ৩০০ একর তিন ফসলী কৃষি জমিতে মোংলা বন্দরের ড্রেজিংএর বালু ফেলার সিদ্ধান্ত বাতিলের দাবী জানানো হয়।
সভায় সম্প্রতি দমন পীড়ন, পুলিশী হত্যা, সভা সমাবেশে সরকারী দলের হামলা-মামলায় উদ্বেগ প্রকাশ করেজনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় জ্বালানী তেল, সার সহ নিত্যপণ্যের মূল্য, যাতায়াত ভাড়া কমানো, বিদ্যুত-গ্যাসের মূল্যবৃদ্ধির
পাঁয়তারা বন্ধের দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...