• আপডেট টাইম : 01/09/2022 01:22 AM
  • 301 বার পঠিত
  • এম এ শাহীন
  • sramikawaz.com

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার এ্যাপোলো স্পাত কমপ্লেক্স লিমিটেড এর টার্মিনেশনকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই কারখানার শ্রমিকরা। বুধবার (৩১ আগস্ট) সকাল (১১টা-দুপুর১২টা) পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন এপোলো স্পাত কমপ্লেক্স এর শ্রমিক আলাউদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিমরাইল অঞ্চলের নেতা নুর ইসলাম আক্তার, কারখানার শ্রমিক মোঃ হাবিব, মোসাম্মৎ বানু বেগম ও ফকর উদ্দিন প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমিক মেহনতি মানুষ আজ দিশেহারা। চরম সংকটে আধপেটা খেয়ে না খেয়ে কোন রকম বেঁচে আছে। এই দুরাবস্থার মধ্যে এ্যাপোলো স্পাত কমপ্লেক্স লিমিটেড এর মালিক ২১৪ জন শ্রমিককে টারমিনেশন করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। যেই শ্রমিকরা এ্যাপোলো স্পাত কমপ্লেক্স-এ ৫ বছর থেকে ৩০ যাহৎ কাজ করে আসছে সেই শ্রমিকদেরকে দুঃসময়ে চাকরির অবসান করে মালিক চরম বিপদে ফেলেছে। আইন অনুযায়ী টার্মিনেশনকৃত শ্রমিকদের আইনিগত যাবতীয় পাওনা টার্মিনেশনের দিন থেকে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ অদ্যবদি তা প্রদান করে নাই। শ্রমিকরা তাঁদের চাকুরির আইনি ক্ষতিপূরণের প্রাপ্য পাওনা টাকার জন্য দীর্ঘ দিন কারখানার গেইটে ঘোরাঘুরির পর গত ২৮ আগস্ট কারখানার মালিক তাঁদের ৪ মাসের সামান্য টাকা ধরিয়ে দেয়। শ্রমিকরা আইনগত সম্পুর্ণ পাওনা পরিশোধের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাঁদেরকে কারখানার সামনে থেকে তাড়িয়ে দিয়েছে। এহেন শ্রমিক হয়রানির ঘটনায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন ছলচাতুরি করে ভয়-ভীতি দেখিয়ে শ্রমিকদের আইনি পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। অবিলম্বে আইনগত সম্পুর্ণ পাওনা প্রদান করতে হবে। সংকট সমাধানের জন্য কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বরাবর অভিযোগ দেয়া হয়েছে। অনুলিপিতে সরকারের দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের আইনিগত যাবতীয় পাওনা পরিশোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...