• আপডেট টাইম : 29/08/2022 11:45 PM
  • 296 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নৌপথে চলাচলকারী লাইটার জাহাজের শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকাসহ ১৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতির হুমকি দেন লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা।

সোমবার ২৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম মহানগরীর সদরঘাটের বাংলাবাজার এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, অচিরেই লাইটার শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকাসহ ১৭ দফা দাবির বিষয়ে সরকার ও জাহাজ মালিক পক্ষ কোনো প্রকার ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করতে বাধ্য হবে।

সংগঠনের সভাপতি হাজী শেখ মো. ইছামিয়া সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম, সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান আলম, জাহাঙ্গীর আলম, নুরুল আলম-মাস্টার, সাইফুল ইসলাম শিমুল মাস্টার, মাহবুব আলম ড্রাইভার, সিরাজ ড্রাইভার, আলফাজ মাস্টার, হামিদ মাস্টার, দিদার মাস্টার প্রমুখ। মানববন্ধনে তিন শতাধিক শ্রমিক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...