• আপডেট টাইম : 26/08/2022 11:47 PM
  • 307 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

আজ টানা ১৮ দিনে গড়াচ্ছে চা শ্রমিকদের আন্দোলন। এখনো পর্যন্ত দাবিতে অনড় রয়েছেন হবিগঞ্জের বাগানগুলোর চা শ্রমিকরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে তারা টানা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলন চাঙ্গা করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। ইতোমধ্যেই তাদের সঙ্গে যুক্ত হয়েছেন চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এদিকে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা নাহিদুল ইসলামের বাইরে থেকে অশ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন শ্রমিকরা। আবার অনেকেই বলছেন আন্দোলন যত লম্বা হবে ততই বিভিন্ন মহল সুযোগ নিতে চাইবে। এতে শ্রমিকরাও বিপথগামী হতে পারেন।

চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাঞ্চন পাত্র জানান, চা শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে বিভিন্ন সংগঠন আসতে শুরু করেছে। আমি আশা করি প্রধানমন্ত্রী অতি দ্রুত বিষয়টি সমাধান করবেন। যদি দেরি হয় তবে আমার ধারণা চা শ্রমিকরা বিপথগামী হতে পারেন।

তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশা করা যায় বিষয়টি নিষ্পত্তি হবে। তিনি আমাদের অভিভাবক। আমাদের মা। তিনি নিশ্চয়ই একটি সমাধান দেবেন।

চান্দপুর চা বাগানের শ্রমিক নেতা সাধন সাঁওতাল বলেন, আমরা আন্দোলন করছি পেটের তাগিদে। অনেকেই আমাদের সঙ্গে শুভাকাঙ্ক্ষী হিসেবে আসছেন। আমরা কোনো রাজনীতি বুঝি না। রাজনীতি করিও না। কিন্তু যারা আসছেন তারা আমাদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য আসছেন। তারা বাইরে থেকেই আন্দোলন করছেন। বাগানে কেউ এসে আন্দোলনে যুক্ত হননি।

চা শ্রমিক নেত্রী খায়রুন আক্তার বলেন, চা শ্রমিকদের সঙ্গে আন্দোলনে সংহতি জানানোর জন্য অনেকেই আসছেন। অনেকেই অনেক জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে আমি মনে করি না যে যারাই আসুক না কেন চা বাগানের মানুষেরা বিভ্রান্ত হবে।

ধনেশ্বরী তন্তবায় জানান, আমরা আজ ১৮ দিন যাবত সংগ্রামে আছি। আজ আমরা দেখতে চাই মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে প্রধানমন্ত্রী আমাদের একটি সুন্দর ফলাফল দেখান। আমরা কাজেও ফিরে যাব।

শ্রমিকরা বলছেন, কেউ তাদের ইন্ধন দিচ্ছে না। সরকারের শ্রম অধিদপ্তরের কর্মকর্তার অভিযোগকে তারা অস্বীকার করেন। বলছেন, তারা নিজেদের তাগিদেই আন্দোলন করছেন। যারা তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারাও শুধু মানুষ হিসেবেই বিবেকের তাড়নায় আন্দোলনে আসছেন।

জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতোমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

শেষ পর্যন্ত গত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন।
সুত্র .যুগান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...