• আপডেট টাইম : 24/07/2022 06:36 PM
  • 299 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com


জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
২২ জুলাই শুক্রবার কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে ছিল পতাকা র‌্যালী, পুষ্পমাল্য অর্পণ এবং শপথ গ্রহণ। অনুষ্ঠানে জীবন-যাপন উপযোগী মজরি, নিরাপদ কর্মস্থল ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং আইএলও কনভেনশন-১৯০ অনু¯^াক্ষর করার দাবী জানানো হয়
১৯৮৪ সালের ২২ জুলাই ফেডারেশনটি প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠা বর্ষিকী।
কর্মসূচীতে আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, রবিউল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল হাসান।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন বলেন, গার্মেন্টস শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, মে দিবসের ছুটি, ঈদ বোনাস, মের্টানিটি ছুটি, মজুরি বোর্ড গঠন, স্পেকটাম গার্মেন্টসে নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপুরন আদায়, রানা প্লাজার নিহত-আহতদের ক্ষতিপুরন আদায়, একর্ড গঠনসহ সকল অর্জনের প্রধান সংগঠন হিসাবে ভুমিকা পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...