• আপডেট টাইম : 12/07/2022 03:43 PM
  • 506 বার পঠিত
সন্ধ্যা অবধি মেডিকেল ক্যাম্পে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা নেন
  • আওয়াজ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর হাইস্কুল মাঠে ‘ভয়েজ অব ফিলিপনগর’ আয়োজিত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান হয়ে গেলো। ঈদুল আযহার পরের দিন অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় ১২ শ মানুষ সেবা নেন।

সকাল সাড়ে ৯টা  শুরু হয়ে এ স্বাস্থ্যসেবা চলে সন্ধ্যা অবধি। ফিলিপনগর সহ আশেপাশের মরিচা, হোগলবাড়িয়া, মহিষকুন্ডী ইউনিয়নের মানুষ এ স্বাস্থ্যসেবা নেন।

ফিলিপনগর ভিত্তিক সামাজিক সেবা সংগঠন ‘ভয়েজ অব ফিলিপনগর‘ আয়োজিত বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে সংগঠনের ১৩জন সদস্য চিকিৎসক সহ বেশ কয়েকজন আমন্ত্রিত চিকিৎস্যক স্বাস্থ্য সেবা দেন।

সংগঠনটি প্রতি বছর এ স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। করোনা মহামারীর মধ্যে দুই বছর এ ধরণের স্বাস্থ্যসেবা বন্ধ রেখে করোনা মহামারী রোধ, স্বাস্থ্যসেবা সামগ্রি মানুষের কাছে পৌছে দেওয়া ও সচেতনতামূলক কাজ করেছিল। দুই বছর পর আবারও অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প।

এর আগে সকাল সাড়ে  ৯টায় কুষ্টিয়া-১ দৌলতপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় ভয়েজ অব ফিলিপনগরের নেতৃবৃন্দ ছাড়াও সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর পরই সেবা প্রার্থী মানুষদের সেবা দেওয়া শুরু হয়। চলে সন্ধ্যার পর অবধি, যতক্ষন মানুষে সেবা নিতে আসে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...