• আপডেট টাইম : 12/06/2022 12:54 PM
  • 461 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

মজুরি ও রেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার বংশালস্থ সব গার্মেন্টসের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

শনিবার ১১ জুন সকাল থেকেই কর্মস্থল ছেড়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শ্রমকিরা। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

সংগঠনের নেতারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকরা তাদের নূন্যতম জীবনধারণের জন্য মালিকদের কাছে মজুরি ও রেট বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে মৌখিক ও লিখিতভাবে দাবি জানিয়ে আসছেন। কিন্তুু মালিক সমিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা না করে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ফলে শ্রমিকরা কর্মবিরতির মতো কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন। অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন-গুলিস্তান-ফুলবাড়িয়া-বঙ্গবাজার-সিদ্দিকবাজার-আলুবাজার হয়ে বংশালে গিয়ে শেষ হয়। পরে একই দাবিতে রোববার ১২ জুন বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন নয়ন, যুগ্ম-সম্পাদক আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক সংগ্রাম পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. মাহাবুব, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সভাপতি আহমেদ সুজন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুস সামাদ, মো. মিলন, মো. শাহজালাল, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...