• আপডেট টাইম : 08/06/2022 05:23 PM
  • 445 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

গতকাল ৭ জুন ২০২২, বিকাল-৪টায়, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা স্কপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কপ যুগ্ম সমন্বয়ক চৌধুরী আশিকুল আলম এর সভাপত্বিতে এবং আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন স্কপ নেতা শহিদুল্লাহ চৌধুরী, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, শাকীল আক্তার চৌধুরী, আজিজুন নাহার, আব্দুল ওয়াহেদ, কামাল সিদ্দিকী প্রমুখ।
সভার শুরুতেই সীতাকুন্ডে বি.এম. কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভা থেকে প্রায় অর্ধাশতাধিক শ্রমিক-কর্মচারী-উদ্ধারকর্মী নিহত এবং চার শতাধিক মারাত্মক আহত হওয়ার ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ করেন। সভা থেকে ঘটনা অনুসন্ধান করে নিরাপত্তা ঘাটতি, কর্তব্য অবহেলা, তথ্য গোপনের ক্ষেত্র সমূহ ও সংশ্লিষ্ট রাষ্ট্রিয় প্রতিষ্ঠানসমূহের ভুমিকা কি ছিল তা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণিয় কি নির্ধারণে আহসান হাবিব বুলবুল, শাকীল আক্তার চৌধুরী, আলাউদ্দিন মিয়া ্ও কনক বর্মন কে সদস্য করে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংশ কমিটি গঠন করা হয়।
সভা থেকে অবিলম্বে বি.এম. কন্টেইনার ডিপোর মালিকসহ দায়িদের গ্রেফতার করার দাবি জানানো হয় এবং কন্টেইনার ডিপোর দেশী ও বিদেশী মালিকদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ১২ জুন, রবিবার, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং রাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিলের কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ১৫ জুন, বুধবার, বিকাল ৪টায়, শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে দেশের ক্রিয়াশীল শ্রমিক সংগঠন সমূহের সাথে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির প্রাথমিক রিপোর্ট নিয়ে মতবিনিময় শেষে পরবর্তী কর্মসূচী নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভা থেকে কর্মক্ষেত্র নিরাপদ করার জন্য সরকারী প্রতিষ্ঠানসমূহের ভুমিকার নিন্দা জানিয়ে বলা হয়, সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫৪ জন শ্রমিকের মৃত্যুর প্রেক্ষিতে গঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি কর্মক্ষেত্রের নিরাপত্তা সংশ্লিষ্ট রাষ্ট্রিয় প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কথা বলেছিল, স্কপ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংশ কমিটিও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাদের কর্তব্য অবহেলা, দুর্ণীতি কে দায়ি করেছিল। কিন্তু ৫৪ জন শ্রমিকের জীবন হারানোর কারণেও কাইকে শাস্তি পেতে হলোনা। এটা প্রমাণ করে, সরকার শ্রমিকদের স্বাস্থ্য ও জীবন রক্ষা তথা কর্মক্ষেত্র কে নিরাপদ করার বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে আগ্রহি নয়। দারিদ্রতার সুযোগ নিয়ে শ্রমজীবী মানুষের প্রতি দায়িত্বহীন আচরণ, কর্মসংস্থানের নামে মজুরি দাসত্ব ব্যবস্থা বজায় রেখে মধ্য আয়ের দেশ, এস.ডি.জি কিংবা শোভন কাজের গল্প বাতুলতা মাত্র।
স্কপ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংশ কমিটি আগামীকাল ৯ জুন ২০২২, ঘটনাস্থল পরিদর্শন করবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...