• আপডেট টাইম : 31/05/2022 09:41 PM
  • 457 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com


বাংলাদেশের পোশাক শিল্পখাতের সমিতিগুলোর নেতাদের একটি প্রতিনিধিদল ৩১ মে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) এর চিফ টেকনিক্যাল এডভাইজর এবং হেড, একচুয়ারিয়াল সার্ভিসেস ইউনিট, আন্দ্রে পিকার্ড এবং অ্যান-মারি লা রোসা এর সাথে বৈঠক করেছেন।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান, এমপ্লয়ার্স ফেডারেশন অব বাংলাদেশ (বিইএফ) এর সভাপতি আরদাশির কবির, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন আইএলও ইস্যু এর চেয়ারম্যান এএনএম সাইফুদ্দিন এবং বিইএফ এর মহাসচিব ফারুক আহমেদ।
তারা বাংলাদেশের পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থন করা আইএলও এর কনভেনশনগুলো মেনে শিল্পে যে অগ্রগতি সাধন হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকে তারা বাংলাদেশের পোশাকখাতের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম নিয়েও আলোচনা করেন।
প্রতিনিধিদলটি পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নত করতে পোশাকখাতে আইএলও এর বেটার ওয়ার্ক প্রোগ্রামসহ শিল্পের চলমান উদ্যোগসমূহ ও কর্মসূচিগুলো বিষয়ে আইএলও’কে অবহিত করেন।
তারা শ্রমিকদের জন্য নিরাপদ ও শোভন কর্মপরিবেশ সৃষ্টি এবং তাদের অধিকার ও কল্যান নিশ্চিতকরণ প্রভৃতি ¶েত্রগুলোতে এ পর্যন্ত যে অগ্রগতি অর্জন হয়েছে, সেগুলোকে সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে শিল্পের দৃঢ় প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...