দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো, বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ, সামাজিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
মঙ্ঘলবার ৩১ মে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে এ আহ্বান জানায় সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তীব্রতর হওয়ার কারণে সমাজ জীবনে যে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, তার নির্মম শিকার হচ্ছে শ্রমিক তথা শ্রমজীবী মানুষ।
তারা বলেন, বছরব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত লাগামহীন মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় বর্তমানে তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকার দ্রব্যমূল্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে না পারলে শ্রমিকশ্রেণি আন্দোলন-সংগ্রাম ও ধর্মঘটে পথে নামতে বাধ্য হবে।
একই সঙ্গে এমন অবস্থায় বাজার দরের সঙ্গে সংগতি রেখে সব সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রমশোষণ তীব্রতর হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকের সামাজিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দুটোই আজ হুমকির সম্মুখীন। অপরদিকে ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে শ্রমিকশ্রেণির ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
এ সময় তারা অভিযোগ করে বলেন, সামগ্ৰিক এই সংকট থেকে শ্রমিকশ্রেণিকে আইনি প্রক্রিয়ায় আটকে রেখে শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন করার অপতৎপরতা চালাচ্ছে মালিকরা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান। তিনি বলেন, মজুরি বৃদ্ধির সংগ্রামকে মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামে পরিণত করতে হবে। আর বিশ্বব্যাপী শোষণ উচ্ছেদ হলে শ্রমিকশ্রেণি তথা সমগ্র জনগণ তাদের জীবনে মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে আর যুদ্ধমুক্ত পৃথিবী হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, প্রকাশ দত্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক প্রমুখ।