গত ৮ মে প্রধানমন্ত্রী মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে শ্রমিক নেতাদের সম্পর্কে ‘কিছু শ্রমিক নেতারা বিদেশীদের কাছে নালিশ করে’ বলে মন্তব্য করার পাশাপাশি কোন দাবি থাকলে প্রধানমন্ত্রীর কাছে জানানোর আহবান করেন। এর প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদের আহবায়ক শেখ হানিফ, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন ও সদস্য সচিব গোলাপ হোসেন ০৯ মে এক যুক্ত বিবৃতিতে বিদেশীদের নিকট নালিশ করার ব্যাপারে তাদের সম্পৃক্ততার বিষয় অস্বীকার করে বলেন চাল, ডাল, তেল, লবন, চিনি, শাক-সবজি, মাছ-মাংস, দুধ-ডিম, ঔষুধপত্রসহ নিত্যপণ্যে লাগামহীন মূল্যবৃদ্ধির পাশাপাশি দফায় দফায় জ্বালানি তেল, বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবন ও জীবিকা অনিশ্চিয়তায় অতিবাহিত হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রেক্ষিতে সুস্পষ্ট কোন নির্দেশনা দেননি। ১৮৮৬ সালে শ্রমিকরা বুকের তাজা রক্ত দিয়ে দিয়ে ৮ ঘন্টা শ্রম দিবসের দাবি অর্জন করলেও বাংলাদেশের ্যক্তিমালিকাধীন অধিকাংশ সেক্টরের শ্রমিকরা আজও ৮ ঘন্টা কর্ম দিবসের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এমন কি আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও ¯^াধীনভাবে যৌথ দরকষাষির প্রতিনিধি নির্বাচনের অধিকার হতে শ্রমিদের বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশ শ্রমআইন-২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানপুঞ্জে শতকরা ২০ ভাগ এবং প্রতিষ্ঠানে শতকরা ৩০ ভাগ শ্রমিকের সমর্থন নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করার যে বিধান রাখা হয়ে তা আইএলও কনভেনশন ৮৭ এর সাথে সাংঘর্ষিক। নেতৃবৃন্দ শ্রমিকদের সংগঠন করার ক্ষেত্রে সকল ধরণের বাধা দুর করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ণ করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক হওয়ার আহবান জানান এবং বিআরটিএ’এর ঘোষণা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার দৈনিক জমা ৯০০ টাকা ও চালকদের প্রশাসনিক হয়রানি বন্ধসহ সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি করেন।