• আপডেট টাইম : 06/05/2022 07:27 AM
  • 855 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে কৃতি শিক্ষার্থী, শহীদ মুক্তিযোদ্ধা ও কৃর্তিমান ব্যক্তিদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ভয়েজ অব ফিলিপনগর (ভপ)।

৪ মে বুধবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া ফিলিপনগর ইউনিয়নের ৭৩জন শিক্ষার্থী, ৪জন শহীদ মুক্তিযোদ্ধা ও ৫জন কৃর্তিমান বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। কৃর্তিমান বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে রয়েছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম, দেশবরেণ্য কন্ঠশিল্পী মো. মোখলেসুর রহমান মিন্টু, বাউল শফি মন্ডল, সরকার আমিরুল ইসলাম ও বাবু সরকার। এঁদের সকলের বাড়ি ফিলিপনগর গ্রামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ। সংবর্ধ না ও সম্মাননা দেওয়া বিশিষ্ট ব্যক্তি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুষ্টিয়ার সাবেক পিপি এ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, আরমা গ্রুপের চেয়ারম্যান আ: রাজ্জাক, জেলা আওয়ামী লীগ নেতা হাসানুল আসকার হাসু, জাসদের কেন্দ্রীয় জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবীর স্বপন, ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু ও ভপের প্রতিষ্ঠাকালিন সভাপতি সিনিয়র সাংবাদিক জাফর আহমদ।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভয়েজ অব ফিলিপনগরের সাধারণ সম্পাদক  ডা: আরিফ রেজা। 

ভয়েজ অব ফিলিপনগরের সভাপতি ডা: রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওয়াসিম কবিরাজ, মিজানুর রহমান, কাজল সরকার, চঞ্চল মাহামুদ ও তুষার করিবাজ। শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন, মখলেসুর রহমান, শফি মন্ডল, সরকার আমিরুল ইসলাম, বাবু সরকার, লিনা মন্ডল, মিজানুর রহমান রিপন, শাবুল, মানিক লাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ বলেন, উর্বর মাটি ফিলিপনগর। এখানকার সন্তানরা ফিলিপনগরকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে তুলে ধরেছেন। এ মাটির সন্তান রাহাত সরকার ও আজিজুল ইসলাম আক্কাশ সংসদ সদস্য হয়েছিলেন। সংসদ হিসাবে ফিলিপ নগরের সন্তান হয়ে আমি গর্ববোধ করি। জাতীয় সংসদে আমি গর্ব করে বলি আমি চরের মানুষ, চৈরি আমার পরিচয়। ইয়াকুব আলী উপজেলা চেয়ারম্যান হয়েছেন এ মাটির সন্তান। ফিলিপনগরের গর্বিত সন্তান ছিলেন ইঞ্জিনিয়ার খিজির খান। জীবনের উচ্চ আসন ছেড়ে ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করে মানুষ গড়ার ব্রতী হয়েছিলেন আফতাব উদ্দিন ও মুহাম্মদ শাহ জাহান।

আজ যেসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো তারাই একদিন ফিলিপনগর সহ দেশের মুখ উজ্বল করবে উল্লেখ করে সরওয়ার জাহান বাদশাহ বলেন, এবছর ৭৩ জন শিক্ষার্থী দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে, সামনেবার দ্বিগুন ও তার পরেরবার তিনগুন ভর্তির সুযোগ পাবে। এভাবেই ফিলিপনগর একদিন দেশের নেতৃত্ব দিবে। তিনি বলেন, আগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ব্যক্তিত্বের মূল্যায়ন হতো আর এখন হয় চেয়ারের মূল্যায়ন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।

এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এমপি ফিলিপ নগরের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখুন তারা কোথায় যাচ্ছে, কোথায় কার সাথে মিসছে।

ডা: আরিফ রেজা ভয়েজ অব ফিলিপনগরের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রতিবছর মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফিলিপনগরের মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। করোনা মহামারীর কালিন সময়ে করোনা পীড়িত মানুষের পাশে থেকেছে ভয়েজ অব ফিলিপনগর।

ফিলিপনগরের কৃতি সন্তান ১৯৫৪, ১৯৭০ ও স্বাধীন বাংলাদেশে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। ফিলিপনগরের কন্ঠ শিল্পীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখছেন। আজকে তাঁদের সবাইকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। যাঁরা প্রয়াত আমরা তাঁদের স্মরণ করছি। 

ভয়েজ অব ফিলিপনগর প্রতিবছরে কৃতি ছাত্রদের সম্মানা দিচ্ছে, যাতে ছাত্র-ছাত্রীরা লেখাপড়াতে আরও বেশি মনোযোগি হয়। এবারও ৭৩জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সম্মাননা দেওয়া হচ্ছে, যারা পাবলিক বিশ্ববিদ্যাল, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তিনি যোগ করেন।    

ডা: আরিফ রেজা বলেন, এ সব কার্যক্রমের উদ্দেশ্য হলো- ঐতিহ্যবাহী ফিলিপনগরের ঐতিহ্য ধরে রাখার মধ্য দিয়ে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এর মাধ্যমে দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...