• আপডেট টাইম : 25/04/2022 05:37 PM
  • 543 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মিরপুরে বিক্ষোভ দেখানো পোশাক শ্রমিকরা প্রায় সাত ঘণ্টা পর সড়ক ছেড়েছেন।
সোমবার কাজে যোগ না দিয়ে 'কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড' নামের কারখানার শ্রমিকরা সকাল ১০টার দিকে মিরপুর ১১ নম্বরে সড়কে অবস্থান নেন। বিকাল পর্যন্ত দাবি আদায়ে সেখানেই বিক্ষোভ দেখান তারা। পরে বিকাল পৌনে ৫টার দিকে সড়ক ছেড়ে শ্রমিকরা চলে যান বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।
তিনি জানান, সকাল থেকে ৭০ থেকে ৮০ জন রাস্তায় বসে বেতন ও বোনাসের দাবিতে স্লোগান দেয়। পরে বিকালে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।
কী আশ্বাসে শ্রমিকরা সড়ক ছেড়েছেন- জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে সরানো হয়েছে।
মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, এ প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ওসি। শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তারা বেতন পান না। ২০ এপ্রিল বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও এখনও তা হাতে পাননি। সড়ক বন্ধ থাকায় বিকল্প আরেকটি সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে বলে ওসি জানালেও ওই এলাকার আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবারও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এ কারখানার শ্রমিকরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...