বেতন-বোনাসের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
২৫ এপ্রিল সোমবার দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত তারা জসীম উদ্দিন ও আজমপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে আধা ঘণ্টা পর সড়ক থেকে চলে যান তারা।
ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড এবং ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামে দুইটি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করেছিলেন। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার দুপুরের দিকে উত্তরায় অবস্থান নেন শ্রমিকরা। ওই দুটি গার্মেন্টসের মালিক একই ব্যক্তি।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তাদের উঠিয়ে দেওয়া হয়।
অপরদিকে মিরপুরেও বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।