বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের শ্রমিকরা।
শনিবার ২৩ এপ্রিল সকাল ৯টায় মিরপুর ৭ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মিরপুর ১১ নম্বরের (বিকল্প পথ দিয়ে) সড়ক দিয়ে যানচলাচল করতে দেখা যায়।এদিকে, দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের ফটক ওভেতরে অবস্থান নিয়েছেন। ঈদের আগে বেতন ও বোনাস না দেওয়া হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে এ বিষয়ে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।